pressbd24
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো কয়েলের বক্সে মিলল ২০ হাজার ইয়াবা!

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো ২০ হাজার ইয়াবা জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, চট্টগ্রাম থেকে কয়েলের বক্সের ভেতরে ইয়াবার বড় চালান ঠাকুরগাঁওয়ে পাঠানো হচ্ছে। পরে অভিযান চালিয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে রাখা একটি কার্টন খুলে দেখা যায়, কয়েলের প্যাকেটের ভেতরে কচটেপে মুড়িয়ে রাখা রয়েছে ইয়াবা ট্যাবলেট।

তিনি আরও বলেন, চালানটি যার ঠিকানায় পাঠানো হয়েছিল, তার ব্যবহৃত মোবাইল নম্বরে বারবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে আসল প্রেরক ও গ্রাহকের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ। তিনি বলেন, ঘটনাস্থলে কুরিয়ার অফিসের কর্মীদের উপস্থিতিতে চালানটি খোলা হয়। এতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কে পাঠিয়েছে এবং কার জন্য পাঠানো হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। এই চালানটির সঙ্গে একটি সংঘবদ্ধ মাদক চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এতে একদিকে যেমন অপরাধীরা সরাসরি ধরা পড়ার ঝুঁকি কম নিচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চক্রগুলোকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।