স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রাম-১ নির্বাচনি এলাকাটি হল মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এলাকা।
তিনি ২০১৮ সালে চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ সালে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তবে বেশী দিন দায়িত্ব পালন করতে পারেননি। আওয়ামী লীগ সরকার তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করেন।
বারইয়ারহাট পৌরসভা সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মাঠের রাজনীতির জয় হয়েছে।
বিগত ১৭ বছর নুরুল আমিন চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। এজন্য তাকে প্রায় দুই ডজন মামলায় বারবার কারাবরণ করতে হয়েছে।
তিনি মনোনয়ন পাওয়ায় ত্যাগী নেতার মূল্যায়ন হয়েছে।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।
আমি দীর্ঘ সময় ধরে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজনীতি করে যাচ্ছি।
আগামী নির্বাচনে সব নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানের শীষকে জয়ী করবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আরও অনেকে মনোনয়ন চেয়েছেন, দল আমাকে দিয়েছে। কারও সঙ্গে কোনো ভেদাভেদ নেই। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    