pressbd24
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির অভিযোগ : চট্টগ্রামের আনোয়ারায় ট্যাটু সোহেল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঁদা দাবির অভিযোগে সন্ত্রাস ও ছিনতাইসহ ১০টির বেশি মামলার পলাতক আসামি মো. সোহেল ওরফে ট্যাটু সোহেল (২৮) গ্রেপ্তার হয়েছেন। 

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি সোহেল ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কান্দরিয়া খালের উপর নির্মাণাধীন স্লুইসগেটটি কাজ শুরু হওয়ার পর থেকে তিনি এবং তার সহযোগীরা এসে ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করছিল।

গত ৫ জানুয়ারি তারা নির্মাণসামগ্রী ছড়িয়ে ত্রাস সৃষ্টি করেন এবং শ্রমিকদের মারধর করেন।

এরই ঘটনায় দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮) এবং মো. হাছান (২৪)সহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।