রাজশাহীতে চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির আট নেতাকর্মী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরএমপির চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রনি নামে এক ব্যক্তি চন্দ্রিমা থানাধীন দায়রা পাক মোড়ে বিসনার হোটেলের সামনে দাঁড়িয়ে থাকার সময় স্থানীয় শাহাদ আলী ও তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রনি চাঁদা দিতে অস্বীকার করলে শাহাদ আলী ও তার বাহিনী অতর্কিতভাবে তার হাতে, পায়ে ও পিঠে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে জখম করে।
এ ঘটনায় মামলা হয়। চাঁদাবাজির এ মামলার আসামিরা মঙ্গলবার দুপুরে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে যান। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদের মধ্যে রয়েছেন – রাজশাহী মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদ আলী, ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাসুদ, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন, আওয়ামী লীগ কর্মী জসিম, এনামুল, শুভ, মুন ও মামুন।
চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। এছাড়া চাঁদাবাজির মামলায় আরও আসামি রয়েছেন, তবে তারা পলাতক। তাদেরও আটকের চেষ্টা চলছে।