pressbd24
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাকরি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার ; জনতা ব্যাংক কর্মকর্তা

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গোলাম রব্বানী নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তা আটক হয়েছেন।

প্রক্সি দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে।

তিনি ওই কেন্দ্রে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজন (রোল নম্বর: ২২৮৩৮৪৬)-এর সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিতে তার প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে।

তিনি খাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

রংপুরের ৪৬টি কেন্দ্রে মোট ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর জন্য সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খাদ্য অধিদফতরের চতুর্থ শ্রেণির উপ-খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।