স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মোট ভোটের ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় অধ্যাপক মনির বলেন, ভোট গণনার পর ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে ভোট গণনা চলছে। শিক্ষার্থীরা সকাল ৯ টা থেকে ভোট দেওয়া শুরু করে বিকেল ৪ টা ৩০ মিনিটে ভোটদান শেষ হয়। তবে এ সময়ে কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটাররা ৪টার পরেও ভোট দিতে পেরেছেন। নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।
এর আগে দুপুরে নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান বলেন, ভোট গণনা শেষ করতে এবং ফলাফল ঘোষণা করতে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে।
এ নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।