pressbd24
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

খেলা ডেক্স : পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে দ্বিতীয় ম্যাচে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ম্যান ইন গ্রিনদের অধিনায়ক সালমান আঘা। আর ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। 

প্রথম ম্যাচ জয়ের পর আজ একাদশে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেই তানজিদ তামিম। পারভেজ ইমনের সঙ্গে ম্যাচ ওপেন করতে নামেন নাইম শেখ। তবে নাইম সুযোগ কাজে লাগাতে পারেননি।

উইকেটকিপারের মুঠোবন্দী হয়ে ৭ বলে ৩ রান করে বিদায় নেন তিনি।

এদিকে নাইম আউট হওয়ার পর ক্রিজে ইমনের সঙ্গী হন লিটন দাস। তবে লাল-সবুজের দলের অধিনায়ক আজও দলের হাল ধরতে পারেননি।

৯ বলে ৮ রান করে সালমান মীর্জার বলে হাসান নওয়াজের মুঠোবন্দী হয়ে ফিরতে হয় তাঁকে।

এরপর ক্রিজে ইমনের সঙ্গী হন তাওহিদ হৃদয়। তবে তিনিও দলের হাল ধরতে ব্যর্থ হন। ৩ বল ০ রান করে রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। এদিকে দ্রুত উইকেট হারানোর ধারাবাহিকতায় এরপর যোগ দেন ইমন নিজেও।

১ ছয় আর ১ চারে ১৩ রান করে আউট হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫ রান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।