স্টাফ রিপোর্টার : রাজধানীতে চেকপোস্টে তল্লাশিকালে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন : রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) এবং মো. মহিউদ্দিন (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার সন্ধ্যায় গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
গুলশান থানা সূত্রে জানা গেছে, রোববার আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনার সময় কয়েকজনের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশির চেষ্টা করা হয়।
এ সময় পালানোর চেষ্টা করলে রাসেল ও মো. মহিউদ্দিনকে গুলশান থানা-পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা তাদের কাছে থাকা এসব অস্ত্র-গুলির বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রেখেছে গুলশান থানা-পুলিশ।

