pressbd24
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৯৬০ পিস ইয়াবাসহ তাজুল ইসলাম (৫২) নামে এক সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পাঁচবিবি উপজেলার উচনা মাদরাসা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকালে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক আসামি তাজুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলাহিলি এলাকার তজব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একজন সাবেক সেনাসদস্য।

বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০ বিজিবির অধীনস্থ হাটখোলা বিওপির একটি টহল দল উচনা মাদরাসা মোড় এলাকায় অবস্থান নেয়।

এ সময় সীমান্ত রেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহী পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল এবং দুইটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদির আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তিনি স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।