
দেশটির জাতীয় অগ্নি নির্বাপণ সংস্থা জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগুন মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে সূত্রপাত করে। দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অন্তত ১৭৫ জন বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। তবে আগুনের সঠিক উৎস এখনও শনাক্ত করা যায়নি এবং এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড় ঘেরা এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইতা প্রিফেকচারের অনুরোধে সামরিক অগ্নিনির্বাপণ হেলিকপ্টার পাঠানো হয়েছে।
কিউশু দ্বীপের এই উপকূলীয় শহরটি সাগানোসেকি মৎস্যবন্দর এবং উচ্চমানের ম্যাকারেল মাছ উৎপাদনের জন্য পরিচিত। শহরটি টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
