
আটক হওয়া মো. হাকিম আলী (৫৪) মিয়ানমারের আইকাপ শহরের মংডু উপজেলার মাংগালা গ্রামের বাসিন্দা এবং মৃত ইব্রাহিমের ছেলে।
সোমবার ভোরে টেকনাফ সদর বড়ইতলী ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে কৌশলগত দল মোতায়েন করা হয়েছিল। ভোর ৬টার দিকে দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদীর গভীর অংশ দিয়ে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির নৌ টহল দল নৌকাটি আটক করে। তল্লাশির পর সেখানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক দুইটি অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার এবং একজন আসামিকে আটক করা গেলেও নৌকার অন্য তিনজন সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।
এ ঘটনায় হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলু সামারি এলাকার বাসিন্দা কালা মিয়ার ছেলে মোঃ জালাল প্রকাশ লাল জালাল (২৫)-কে মামলায় পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
