pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জ্বীনের বাদশা সেজে প্রতারণা : গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবী এলাকা থেকে শয়তানের নিঃশ্বাস ‘ডেবিল ব্রেথ’ ব্যবহার করে চার বছরের শিশু তানহা পাখিকে অপহরণ করে বিক্রির চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র। পরে শিশুটির পরিবারের কাছ থেকে উদ্ধার করে দেওয়ার তদবিরের নামে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয় একটি চক্র।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল র‍্যাব-৪ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

‎গ্রেফতারকৃতরা হলেন- স্বপন সর্দার, তার দ্বিতীয় স্ত্রী মোছা. বিউটি বেগম ও প্রথম স্ত্রী নার্গিস বেগম।

‎র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন,শিশুটির মা তিন বছর আগে মারা যান। বাবা ও দাদা-দাদীর সঙ্গে পল্লবীর সেকশন-১১ এলাকার একটি বাসায় থাকত সে।

গত ২৩ অক্টোবর বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় তানহা পাখি। এরপর তার পরিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করে।

‎র‍্যাব তদন্তে নামে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, অপহরণকারী শিশুটির মুখে কিছু নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে ‘আয়ত্বে’ নেয়। ফুটেজে দেখা যায়, অপহরণকারী তার হাতে কিছু লাগিয়ে শিশুর নাকের কাছে নিলে শিশুটি মুহূর্তেই তার নিয়ন্ত্রণে চলে যায় এবং স্বাভাবিকভাবে অপহরণকারীর সঙ্গে চলে যায়।

‎জিজ্ঞাসাবাদে স্বপন সর্দার জানায়, শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল তাদের।

‎র‍্যাব-৪ এর একটি দল গতকাল (২৯ অক্টোবর) সন্ধ্যায় কেরানীগঞ্জের চড়াইল এলাকায় অভিযান চালিয়ে চার বছরের অপহৃত শিশু তানহা পাখিকে উদ্ধার করে এবং তিনজনকে আটক করে।

‎অপরদিকে, একই চক্রের আরেকটি অংশ ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের নামে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয় বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় শিশু অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।