স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে এসব মাদক জব্দ করে তারা। তবে এসময় কোনো মাদক কারবারিকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার নতুনপাড়া সীমান্ত ৬৭/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি।
এসময় ওই এলাকার মো. সুখীর বাড়ির পাশে মো. আসামিবিহীন ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এসব জব্দ করা মাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।