
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার(১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে একটি অটোভ্যান, মাহিন্দ্রা ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৪ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
এ ঘটনায় উপজেলার অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বলেন নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।