স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে ছিন্নমূল ৫ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর সভার ১৬ নং ওয়ার্ড আকুর টাকুর পাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন : টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
তিনি বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে। আজ তিনি অসুস্থ, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি না থাকলে এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সে জন্য আজ টাঙ্গাইলে ৫ শতাধিক ছিন্নমূল মানুষকে নিয়ে কোরআন খতমের পর মোনাজাত করেছি এবং আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করে তাকে দ্রুত সুস্থ করে দিবেন বলে আশা রাখছি।
এসময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ও জেলা বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল শহর যুবদল নেতা তৌহিদ লিখন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কায়সার রহমান লিমন, জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন রিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

