স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ১ লাখ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে এ অভিযান পরিচালিত হয়।
আটক পাচারকারীর নাম হোসেন আহমদ। তিনি উত্তর লম্বরি এলাকার নুর আহম্মদের ছেলে। অভিযানের সময় আরও দুই পাচারকারী নৌযান নিয়ে গভীর সমুদ্রে পালিয়ে যায়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে মিয়ানমার থেকে গভীর সাগরপথে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে -এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র্যাবের যৌথ টহল দল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেয়।
পরবর্তীতে নৌযানটি সৈকতের কাছাকাছি এলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর করতে থাকে। এসময় বিজিবি এবং র্যাবের যৌথ অভিযানিক দল অপরাধীদের ঘিরে ফেলে এক লাখ ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দু’জনের পরিচয় শনাক্তে অভিযান চলছে বলেও জানান তিনি।

