স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফের আলোচিত আত্মস্বীকৃত ইয়াবাকারবারী ও হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (১৫ নভেম্বর) ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে হ্নীলা স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানার তথ্য অনুযায়ী, নুরুল হুদার বিরুদ্ধে ইয়াবা পাচারের ১৬টি মামলা, পাশাপাশি অপহরণ, হত্যা, মানিলন্ডারিংসহ মোট ২৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত হওয়ার পর টানা অভিযান চালানো হয়।
একপর্যায়ে হ্নীলা এলাকায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটকের পর শনিবার (১৫ নভেম্বর) সকালে নুরুল হুদাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

