স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এসব ইয়াবা উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকার আমির আলীর ছেলে মো. আক্তার (২৪) ও ক্যারেঙ্গাঘোনা এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. সিফাত (২০)।
বিজিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়।
এসময় সীমান্তের বিআরএম-১৮ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে মিয়ানমারের দিক থেকে চারজনকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, ‘উদ্ধার করা ইয়াবা ও আটক দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে টহল আরও জোরদার করা হয়েছে। পলাতক পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’

