pressbd24
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইন করল বিএসএফ

অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বাশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠায়।

এ সময় বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে। ৪২ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটকদের মধ্যে রয়েছেন দু’জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু।

তারা হলেন : মো. তবিবুর রহমান (৩৯), তার স্ত্রী শামীমা খাতুন (২৭), সন্তান আয়ান শেখ (৩), রেশমা খাতুন (৩৪), সুমাইয়া খাতুন (১৫), লামিয়া খাতুন (১০) ও সামিয়া খাতুন (৮)। মো. আকতারুল ইসলাম (৩২), তার স্ত্রী আঁখি আক্তার (২৫), সন্তান তাজিম উদ্দিন (১০) ও আয়াত খাতুন (৫)। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বিভিন্ন গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা প্রায় ৫–৬ বছর আগে কাজের সন্ধানে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। প্রায় ৮–১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেফতার করে সীমান্তে হস্তান্তর করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও অন্যান্য নথিপত্র যাচাই করে তারা বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে আজ (২৬ আগস্ট) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি জানায়, সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।