pressbd24
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে নিয়োগের তদবির ; গ্রেফতার প্রতারক

অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে  প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয়ে চাকরিতে নিয়োগের তদবির করতে গিয়ে এক প্রতারক আটক হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় আগারগাঁও এলজিইডি ভবনের পরিচালক কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি শাহিনুর (৫২) সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট।

‎আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, শাহিনুর নিজেকে ডিজিএফআইয়ের ‘সিনিয়র ওয়ারেন্ট অফিসার’ পরিচয় দিয়ে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং লোক নিয়োগে সহায়তার নামে দাপ্তরিক চাপ সৃষ্টি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে নিশ্চিত করা হয় শাহিনুর নামে কোনো কর্মকর্তা বা সদস্য ডিজিএফআইয়ে কর্মরত নেই।

‎পরে এলজিইডি কর্তৃপক্ষ শেরেবাংলা নগর সেনা ক্যাম্পে বিষয়টি জানালে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে শাহিনুরকে আটক করে।

‎এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, তাদের কাছে অভিযোগ আসে যে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে চ্যালেঞ্জ করলে জানা যায়, তিনি ডিজিএফআইয়ের কেউ নন। শাহিনুর সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত থাকাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০০৮ সালে চাকরিচ্যুত হন।

‎অভিযান শেষে শাহিনুরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।