pressbd24
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরের মধ্যে ১০টি শৈত্যপ্রবাহের শঙ্কা : আবহাওয়া অধিদফতর

অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে এবারের শীত মৌসুমে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এর প্রভাবে ডিসেম্বরের মাসে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং এই সময়কালেই শৈত্যপ্রবাহের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে।

রোববার (২ নভেম্বর) তিন মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, এসময়ে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৪ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২টি নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।

তিনি আরও বলেন, আগামী তিন মাস শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা। মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে।

এ প্রভাবে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।