এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন পাঁচ নম্বরে নামা তাওহিদ হৃদয়। কিন্তু সেই চেষ্টাও বেশিদূর আগায়নি। ব্যক্তিগত ২০ রানে ফিরে যান জাকের। দলীয় সংগ্রহ তখন ৫ উইকেটে ৬৬।
সতীর্থদের আশা-যাওয়ার মাঝে একপাশ আগলে রাখেন তাওহিদ হৃদয়। শেষপর্যন্ত ব্যাট চালিয়ে তিনি অপরাজিত থাকেন ৮৩ রানে। শেষ দিকে তাকে কিছুটা সঙ্গ দেন শরিফুল ইসলাম। তিনি ফেরেন ১২ রানে। কিন্তু তখনও ম্যাচ থেকে তারা বহু দূরে।
শেষপর্যন্ত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে বাংলাদেশ। ৩৯ রানে জিতে যায় আয়ারল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে এগিয়ে গেল সফররত আইরিশরা।
