লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার সময় বাসটি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশ থেকে জিম্বাবুয়ে ও মালাউইয়ের উদ্দেশে যাচ্ছিল।
রাতভর উদ্ধারকর্মীরা অভিযান চালায় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। সেগুলোতে ৩০ জনেরও বেশি যাত্রী চিকিৎসা নিচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কেউ কেউ উল্টে যাওয়া বাসের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন।
দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১৭ জন পুরুষ এবং সাতজন শিশু রয়েছে। লিম্পোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভায়োলেট মাথে জানিয়েছেন, মৃতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশুও রয়েছে।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এন১ মহাসড়কটি সোমবার সকাল পর্যন্ত উভয় দিকেই বন্ধ রাখা হয়েছে উদ্ধারকাজের জন্য।
লিম্পোপো প্রদেশের প্রিমিয়ার ফোফি রামাথুবা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ‘একটি ঘটনায় এত মানুষের প্রাণহানির বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন।