pressbd24
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিমান বিধ্বস্ত;

দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত করছি : বিমান বাহিনীর প্রধান

অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি কেনো ঘটেছে তার তদন্ত চলছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বিমানটির নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের জানাজা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে আমরা তা তদন্ত করছি। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এই ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছি।

তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আছি যারা এই ঘটনায় শোকাহত, আহত ও নিহত হয়েছেন। তাদের সঙ্গে দেশ, সরকার, সেনাবাহিনী ও বিমান বাহিনী রয়েছে। শেষ পর্যন্ত তাদের প্রয়োজনে সঙ্গে থাকা হবে।

এয়ার চিফ মার্শাল বলেন, সরকারের পাশাপাশি বিমান বাহিনীও হতাহতদের পাশে থাকবে।

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সবকিছু করব।

ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করা হয়েছে। তারা অতি শিগগিরই তদন্ত করে বের করবে কী ঘটেছিল এবং তার প্রেক্ষিতে যদি কোনো ভুলত্রুটি থাকে তবে অবশ্যই ব্যবস্থা নেব।

এসময় তিনি দেশবাসীকে সোস্যাল মিডিয়ার মিস ইনফরমেশনে কান না দেওয়ার অনুরোধ করেন। তিনি তৌকিরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।