অনলাইন ডেস্ক : লঘুচাপ ও বায়ু চাপের কারণ গত কয়েকদিন থেকেই সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদফতর। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেখিয়ে যেতে বলেছে সংস্থাটি।
মঙ্গলবার (০৮ জুলাই) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি বলেন, এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।