pressbd24
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষ নির্যাতিত ও বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক : কাজল

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেছেন, ধানের শীষ শুধুমাত্র একটি নির্বাচনী প্রতীক নয়, এটি আজ নির্যাতিত ও বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি বলেন, এই প্রতীকের বিজয় মানে জনগণের মুক্তি, সম্প্রীতির বন্ধন, গণতন্ত্রের পুনর্জাগরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা।

দেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং আইনের শাসন ভেঙ্গে পড়েছে দাবি করে তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে এখন ধানের শীষের জয় কামনা করছে জনগণ। কারণ ধানের শীষ মানে মুক্ত বাংলাদেশ মুক্ত খাগড়াছড়ি, ধানের শীষ মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা।

শনিবার (২৪ জানুয়ারী) মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে বিএনপি’র মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া’র সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

২নং ওয়ার্ড নতুন পাড়া তাকিয়া টিলা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ধানের শীষ ও প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’কে বিজয়ের লক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ। থাকবেনা কোনো বিরোধ, থাকবেনা কোনো মতানৈক্য। খাগড়াছড়ি-২৯৮ আসনে সৎ, সাহসী ও জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলার মতো একজন প্রতিনিধির প্রয়োজন। ওয়াদুদ ভূইয়া সেই যোগ্যতা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান তিনি।

ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় হবে জানিয়ে তিনি আরো বলেন, তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ হবে একটি অনন্য দৃষ্টান্ত। এর মাধ্যমে পাহাড়ের অবহেলিত মানুষের কষ্ট লাঘব হবে।

তিনি সংসদে গেলে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি উপজেলা, শহর ও গ্রাম পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে।

বৈঠকে, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাকিলের সঞ্চালনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন রানা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে শিল্পী সহ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ধানের শীষ প্রতীকের পক্ষে মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাবু পাড়া ও বাজার পাড়া এলাকায় জনসংযোগ করেছেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।