অনলাইন ডেস্ক ; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত তৈরি না হয়, সে জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতেই হবে।
তিনি আরও বলেন, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিভাবকদের দায়িত্ব নিতে হবে সন্তানকে সঠিক পথে গড়ে তোলার। সন্তানের ভবিষ্যৎ গঠনে অভিভাবকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, বাঙালি ও পাহাড়ি সব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। আমরা অসাম্প্রদায়িক সমাজ চাই। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুন্দর রাখতে হবে। আসন্ন দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সভায় খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় সাম্প্রতিক ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় প্রতিনিধিরা।
সম্প্রতি এক ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে উত্তেজনা সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটেই এ সভার আয়োজন করা হয়।