pressbd24
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে বন্দুকধারীর হামলা, বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ ; নিহত ৪

অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। 

নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম (৪১)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায়।

নিউইয়র্ক টাইমস জানায়, ২৭ বছর বয়সী হামলাকারী শেন ডেভন তামুরা লাস ভেগাসের বাসিন্দা। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তিনি পার্ক অ্যাভিনিউয়ের ৩৪৫ নম্বর ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। প্রথমে ভবনের লবিতে পুলিশের সঙ্গে তার গোলাগুলি হয়। পরে তিনি ৩৩ তলায় উঠে যান এবং কিছুক্ষণ পর ভবনের সিঁড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। তার হাতে একটি রাইফেল ছিল। ধারণা করা হচ্ছে, তিনি আত্মঘাতী গুলিতে প্রাণ দেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ‘হামলাকারী একা ছিলেন এবং বর্তমানে নিরস্ত্র। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

সন্ধ্যা সাতটার কিছু আগে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে পার্ক অ্যাভিনিউ এবং ইস্ট ৫১তম স্ট্রিট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘নিউইয়র্কবাসী, ম্যানহাটনের মিডটাউনে একটি সক্রিয় গুলির ঘটনা চলছে। আশপাশে থাকলে সতর্ক থাকুন।’

হামলার সময় ভবন থেকে লোকজনকে হাত তুলে বের হয়ে যেতে দেখা যায়। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়।

এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক একটি কমান্ড পোস্ট স্থাপন করেছে।

ঘটনার সময় ভবনটিতে অবস্থান করা এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ), ব্ল্যাকস্টোন ও জেপি মরগান চেজের করপোরেট অফিসগুলোর কর্মীদের সতর্ক করে বলা হয়, ‘বহির্গমন করবেন না, নিরাপদে অবস্থান করুন।’

হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ বলেন, ‘এনওয়াইপিডির জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে ঈশ্বর যেন আমাদের শহরের উপর দৃষ্টি রাখেন।’

বন্দুক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ জানায়, এটি ছিল চলতি বছরে যুক্তরাষ্ট্রে ২৫৪তম গণগুলির ঘটনা।

সংস্থাটির তথ্য অনুসারে, যেখানে বন্দুক হামলায় অন্তত চারজন (হামলাকারী ব্যতীত) নিহত বা আহত হন, সেটিকে গণহত্যা বা গণগুলি হিসেবে বিবেচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।