pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর পায়রা-তেঁতুলিয়া নদীতে অভিযান ; আটক ২৪ জেলে

অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পায়রা ও তেঁতুলিয়া নদীর ধুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পটুয়াখালীর বাউফল উপজেলার মৎস্য অফিস ও স্থানীয় প্রশাসন।

এ সময় ২৪ জেলেকে আটক করা হয়।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়রা ও তেঁতুলিয়া নদীতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল তেঁতুলিয়া নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এর মধ্যে আটক আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১১ জনকে জরিমানা এবং পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

আটকদের মধ্যে রয়েছেন : বাকেরগঞ্জ উপজেলার দেলোয়ার বেপারীর ছেলে মো. লিখন (২১), কাদের মোল্লার ছেলে রফিক মোল্লা (৩০), রহিম মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৭), মদের মোল্লার ছেলে শফিক মোল্লা (২৪), আ. গনি মোল্লার ছেলে মো. রহমান মোল্লা (৪০), বাউফল উপজেলার নয়ন গাজীর ছেলে জলিল গাজী (৫৫), বাউফল উপজেলার ফজলুল হক বেপারীর ছেলে মো. ইউসুফ বেপারী (২৮), ভোলার আলী আকবরের ছেলে আ. রব (৫১), ভোলা জেলার সামসুদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (২০) এবং একই জেলার কালু গাজীর ছেলে মো. মিজান (২২)।

বাউফল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এম এম পারভেজ জানান, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময় যাতে কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের তৎপরতা থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। অভিযানে প্রশাসন জানিয়েছে, ইলিশের বংশবৃদ্ধি রক্ষায় এ সময় মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য বিভাগ জানায়।

পটুয়াখালীতে এক লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলে রয়েছে ৮০ হাজার ২০ জন।

প্রজনন মৌসুমে এই ২২ দিনে ২৫ কেজি করে সরকারি ভিজিএফের চাল সাহায্য পেতে যাচ্ছে ৬৭ হাজারের বেশি জেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।