স্টাফ রিপোর্টার ; চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) জেলার সীতাকুণ্ড থেকে ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও বাকিদের নগরের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে।
আকাশ ছাড়া গ্রেপ্তার বাকি আসামিরা হলেন : মো. হোসেন, রাব্বী, সুনিয়া আক্তার, আছনা, মো. মুন্না ও সুমাইয়া আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রামের বন্দর থানা এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাইয়ের উদ্দেশে ছুরিকাঘাত করে আকাশ। ওই সময় স্থানীয়রা তাকে দেখে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।
এরপর আহত অবস্থায় পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। রাত ৯টার দিকে পাহারায় থাকা এক পুলিশকে আহত করে পালিয়ে যান আকাশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গতকাল মঙ্গলবার চমেক থেকে পুলিশকে ছুরি মেরে পালানোর ঘটনায় আকাশকে আটক করা হয়েছে।
এ ছাড়া একই ছিনতাইকারী চক্রের আরো ৬ জনকে আটক করা হয়েছে।

