pressbd24
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় : গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী রাসেল ও ফয়সাল বাহিনীর প্রধান রাসেলসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ভাড়াটিয়া ভবনে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেফতার আসামিরা হলেন : শ্রীনগরের বাঘড়া এলাকার রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত ব্যাপারী (২৮) ও তারেক খানকে (৩০)।

পুলিম সুপার মু. শামসুল আলম সরকার জানান, বেশ কিছু দিন আগে অভিযুক্তদের নিজেদের মোবাইলে ধারণ করা অবৈধ অস্ত্র প্রদর্শন ও প্রশিক্ষণ সংক্রান্ত একটি আড়াই মিনিটের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে, জড়িতদের আটকে পুলিশ তৎপর হলে অভিযুক্ত ব্যক্তিরা ধরা পড়ে গোয়েন্দা পুলিশের জালে।

পুলিশ সুপার বলেন, গ্রেফতার আসামিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর স্থানটি মুন্সিগঞ্জের, শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর কর্নারের পুকুর পাড়ের এবং অভিযুক্তরা ব্যক্তিরা বাঘড়া ইউনিয়নের রাসেল হাওলাদার ওরফে ম্যাগনেট রাসেল এবং তার গ্রুপের সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার অস্ত্র চালানোর প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রায় আড়াই মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।  এতে দেখা যায়, বাঘড়া এলাকায় একটি স্থানে দাঁড়িয়ে চার যুবক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো প্রশিক্ষণ নিচ্ছে।।

ভিডিওতে থাকা যুবকদের মধ্যে রাসেলের বাড়ি উপজেলার বাঘরা এলাকায়। ফয়সালের বাড়ি কামারখোলা। আর সাদা টি–শার্ট, কালো প্যান্ট ও টুপি পরা আহিরের বাড়ি শ্রীনগর ইউনিয়নের মথুরা পাড়ায় এবং অন্যজন একই এলাকার কালো পাঞ্জাবি পরা অর্পণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।