প্রেসবিডি ডেস্ক ; দেশে ফিরতে চাই—এটা শুধু একটা ইচ্ছা নয়, এটা হৃদয়ের আর্তনাদ। প্রতিদিন ভোরে কাজের পথে হাঁটতে হাঁটতে মনে হয়, যদি আজই বিমানবন্দরে দাঁড়িয়ে গ্রামের মাঁটিতে ফেরা যেতো!
স্ত্রী ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে এক মুঠো ভাত খাওয়া যেতো! প্রিয় মানুষগুলোর সঙ্গে গল্প করে সন্ধ্যা কাটানো যেতো!
কিন্তু সে স্বপ্নের সামনে দাঁড়িয়ে আছে পাহাড়সম ঋণ আর দায়িত্বের ভার। পরিবারের ভালো থাকার জন্যই তো বিদেশে আসা, একটু স্বপ্ন পূরণের আশায়। অথচ আজ সেই স্বপ্নই আমাকে বেঁধে ফেলেছে প্রবাসের শৃঙ্খলে। দেশে যেতে মন ছটফট করে, কিন্তু বুক ভরা দায়িত্ব আর কর্তব্য আমাকে ফেরার স্বাধীনতা দেয়না।
এখানকার প্রতিটি দিন কষ্টে ভরা—অসহ্য গরম, ক্লান্তিকর শ্রম, একাকিত্ব আর নিঃশব্দ কান্না। তবুও মুখে হাসি ধরে রাখি, কারণ আমার ঘামের প্রতিটি ফোঁটা দিয়ে গড়া টাকা দেশে প্রিয়জনের মুখে হাসি ফোটায়।
তবুও স্বপ্ন দেখি, একদিন হয়তো সব ঋণ শোধ হবে, দায়িত্ব কিছুটা হালকা হবে, আর আমি আবার মাঁটির টানে ছুটে যাবো নিজের ঘরে। তখন হয়তো বলতে পারবো—"হ্যাঁ, আমি ফিরেছি। প্রবাসের শৃঙ্খল ভেঙে, আপনজনের কাছে।"
সংগৃহীত।