অনলাইন ডেস্ক : ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়া এলাকায় সুধির বড়ুয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আদর্শ বড়ুয়া, জহরলাল বড়ুয়া, আকাশ বড়ুয়া, পিন্টু বড়ুয়া, সজল বড়ুয়া ও নজল বড়ুয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

