pressbd24
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ স্কুলের প্রধান শিক্ষক আটক

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফরিদপুর মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) ইয়াবা ও গাঁজাসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয়েছেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় মোবাইল কোর্ট তাকে পনেরো দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের উপস্থিতিতে সম্প্রতি শহরের গুহ লক্ষিপুর মহল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এসময় জনৈক রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান মোবাইল কোর্টে শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ১৫ দিনের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় আসামিকে ইয়াবা এবং গাজা সেবনরত অবস্থায় আটক করে পনেরো দিনের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন কোতোয়ালি থানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।