
স্টাফ রিপোর্টার : ১৩ তারিখে লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত পেট্রোলবোমা, ককটেল, গানপাউডার ও হাতবোমা উদ্ধার করেছে ফরিদপুরের ভাঙা থানা পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।
বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব বোমা ও সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।
আটক আসামিরা হলেন : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা, ককটেল,গান পাউডার, হাত বোমা ও বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এ সমস্ত আগ্নেয় জিনিসপত্র উদ্ধার করে। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন করে বলেন, লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার ও হাত বোমা ও বিভিন্ন আগ্নেয় জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত উদ্ধার করা জিনিসপত্রের তালিকা তৈরি করা হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।