স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিং এলাকায় বাস ও থ্রি–হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঝিনাইদহগামী নিউ মর্ডান পরিবহনের একটি বাস কৈডুবী রেল ক্রসিংয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে–মুচড়ে যায়।
ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান।
নিহত একই পরিবারের তিনজন হলেন : নুরুন্নাহার বেগম (৫৫), তাঁর মেয়ে রিমু বেগম (৩৫) ও তিন বছরের শিশু নাতি রায়হান। তাঁরা ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আবদুর রহমানের পরিবার। অন্য নিহত ব্যক্তি আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ; তাঁর পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকের ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করি। আহত চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। অজ্ঞাতনামা নিহত বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।