স্টাফ রিপোর্টার : ফরিদপুরের কানাইপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হোসেন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘাটে। ফরিদপুর থেকে মাগুরাগামী এক লোকাল বাসকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সবাইকেই ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।