স্টাফ রিপোর্টার : ফেনীর খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি করে দ্বিজেন ধর নামের একজনকে ১০ (দশ) টি সোনার বার সহ গ্রেফতার করে পুলিশ। সে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুধাংশু ধর এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামীয় একটি বাসে সোনার চালান কুমিল্লার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা বাজার ব্রিজের ওপর গাড়িটি থামিয়ে তল্লাশি করে পুলিশ।
এ সময় বাসের যাত্রী দ্বিজেন ধরের স্যান্ডেলের সোলের ভেতর স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১০ (দশ) টি সোনার বার যার পাঁচ পিচের গায়ে অস্পষ্টভাবে ইংরেজীতে AL ETIHAD ‘G’ DUBAI UAE 10 TOLA 999.0 লেখা আছে, অপর পাঁচ পিচের গায়ে অস্পষ্টভাবে ইংরেজীতে MWG UAE 10 TOLA 999.0 লেখা ছিলো।
সোনার বারগুলোর ওজন ১১৬৬.৭১ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।