অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ট্রাক এবং মাইক্রোবাস বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন : ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামের শিপনের ছেলে মেহেদী হাসান (২০), আলমগীরের ছেলে মো. হাসান (২০), লক্ষীপুরের রামগতি উপজেলার পূর্বচল কলাকোবা গ্রামের হাসেমের ছেলে মো. শাকিল (২৪), নোয়াখালীর কবিরহাট উপজেলার ললুয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ইবরাহিম (২৫), মাইজদী উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে রাকিব (২৫), চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরা গ্রামের এসকান্দর নেয়ামত উল্লাহর ছেলে মাহফুজ (৩০) ও আমজাদ হোসেন। আহত অপর একজনের নামপরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে লালপোল ক্রসিং এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করে বাকী ৮ জনকে হাসপাতালে ভর্তি করান।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ বলেন, দুর্ঘটনা কবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেস্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।