ফেনীর সীমান্তবর্তী এলাকা ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি লেহেঙ্গাসহ অন্যান্য বস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বিজিবির দেবপুর, যশপুর এবং মধুগ্রাম বিওপির টহল দল ভারত থেকে অবৈধ উপায়ে আসা এসব বস্ত্র উদ্ধার করেন।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, দেশের সীমান্তবর্তী এলাকা ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার দিবাগত রাতভর অভিযান চালায় বিজিবির সদস্যরা।
অভিযানে পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট এবং ভারতীয় কম্বল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৫৪ হাজার টাকা।
জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।