স্টাফ রিপোর্টার : ফেনী ও চট্টগ্রামে র্যাবের পৃথক তিনটি অভিযানে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ডাকাতি ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর পার্বতী গ্রামের মৃত আবুল কালামের ছেলে আবুল কাশেম (৪৬), চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পোমরা গ্রামের মৃত অছি মিয়া প্রকাশ ধনাইয়ার ছেলে জাহাঙ্গীর প্রকাশ কালা জাহাঙ্গীর (৪৭) ও অপরজন হলেন হবিগঞ্জের মাধবপুর থানার বুল্লা গ্রামের কিতাব আলীর ছেলে মামুন মিয়া প্রকাশ রিপন মিয়া (২১)।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ২০১৪ সালের অস্ত্র মামলার ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফেনী সদর মডেল থানা এলাকায় র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ আভিযানে গ্রেফতার করা হয়। এছাড়াও রাঙ্গুনিয়া থানার ডাকাতি ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি'কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শান্তিরহাট এলাকা হতে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। তাঁর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় ডাকাতি, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইন সংক্রান্তে আরো তিনটি মামলার তথ্য পাওয়া যায়।
অপরদিকে হবিগঞ্জের মাধবপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানার খিল্লাপাড়া এলাকা হতে র্যাব-৭ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।