স্টাফ রিপোর্টার : ফেনী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সদস্যরা ছাগলনাইয়া উপজেলার তারাকুচা ও মধুগ্রাম বিওপি এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯ কেজি গাঁজা এবং ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
৬ এপ্রিল (রবিবার) ভোর রাতে বাংলাদেশ ভারত সীমান্তে মাদক প্রবেশের খবর পেয়ে তারাকুচা এবং মধুগ্রাম বিওপির বিজিবি সদস্যগণ অভিযান চালায়।
অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা মাদকের বস্তা পেলে পালিয়ে যায়। পরে বিজিবি'র সদস্যরা বস্তাগুলো জব্দ করে। এতে ৫৯ কেজি গাঁজা ও ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৪ হাজার ৫শ টাকা।
ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি পরিচালক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন রবিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, ভারত-বাংলাদেশ ফেনী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও বিজিবি টহল আরো বাড়ানো হয়েছে।
এছাড়াও মাদক নিয়ন্ত্রণে বিজিবি'র জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।