pressbd24
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসীসহ : গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাগেরহাটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও হত্যা মামলার আসামি শামীমকে তার স্ত্রী ও শাশুড়ীসহ আটক করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও মাদক কারবারিতে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা থেকে ৪টা পর্যন্ত বাগেরহাট ২৩ আরই ব্যাটেলিয়ানের মেজর আশরাফ জামান ও লেফটেন্যান্ট জারিফের নেতৃত্বে বাগেরহাট সদর চিংড়ি গবেষণা ক্যাম্পের একটি দল বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্যাটেলিয়ানের মেজর আশরাফ জামান।

অভিযান চলাকালে হত্যা মামলার পলাতক আসামি মো. শামীম হোসেন (৩৮), তার স্ত্রী মোসা. আদরী এবং শাশুড়ী মোসা. মমতাজ বেগমকে আটক করা হয়।

এ সময় শামীমের বসতবাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম, ৭টি দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ লাখ ৬০ হাজার ১০৮ টাকা নগদ, ৫টি মোবাইল ফোন, ৮টি সিসি ক্যামেরা, ১টি হার্ডডিস্ক, ৩টি আইডি কার্ড, ২০টি লাইটার, ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ এবং একটি খুর।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি শামীমের নামে বাগেরহাট থানায় একটি মার্ডার মামলাসহ মোট দুটি মামলা চলমান রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় নাগেরবাজার এলাকায় মাদক কারবারি করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান যৌথ বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।