pressbd24
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি হরিণের মাংসসহ, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংসসহ দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পিরোজপুরের মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন : বাগেরহাটের কচুয়া উপজেলার জোনাব আলীর ছেলে আ. ছালাম (৪০) ও মোরেলগঞ্জে উপজেলার ছোট পরী গ্রামের মো. বারেকের হাওলাদারের ছেলে মো. জাকারিয়া (২৫)।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস পরিবহনযোগে ঢাকায় পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহনের যাত্রীবাহী বাসটিতে (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৩১) তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে বাসের সাইডবক্সের ভেতরে লুকানো অবস্থায় একটি বস্তাবন্দী ককশিট থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুইজনকে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।