এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অংশৈপ্রু মার্মা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক অংশৈপ্রু মার্মা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যানপাড়ার বাসিন্দা মংহ্লা প্রু মার্মার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের সীমানা প্রাচীরসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী বুধবার (৮ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩৯৪ ধারায় রুজু করা হয়েছে। মামলার নম্বর-৪।
অভিযোগপত্রে বলা হয়, ঘটনার সময় নারীটি একা ছিলেন। অভিযুক্ত অংশৈপ্রু মার্মা যৌন নিপীড়নের উদ্দেশ্যে তার ওপর আক্রমণ করেন এবং দস্যুতামূলক আচরণসহ শারীরিকভাবে আঘাত করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।