অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল (২২ জুলাই) মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এদিন সারাদেশের মতো শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস) ও বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিসিবি দোয়া মাহফিলের আয়োজন করেছে।
আগামীকাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হবে।
উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিসিয়ালরা কালো ব্যাজ ধারণ করবেন।
মর্মান্তিক এই ঘটনার শোকস্মরণে আগামীকালের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো সঙ্গীত পরিবেশন করা হবে না বলে জানিয়েছে বিসিবি।
বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং এই শোকের সময়ে জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।