জেলা প্রতিনিধি : যশোরে বোনকে হত্যার ঘটনায় ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পিবিআই পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন।
আটক আসামি খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে।
তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করেন বোন শারমিন ও বোনাই শিমুল।
পিবিআই পুলিশ সুপার জানান, আটকের পর তারা হত্যার ঘটনা স্বীকার করেছেন। কেন হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন।
তারা জানিয়েছেন, ২৩ জুলাই সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমিনের সঙ্গে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে নামে পিবিআই। একপর্যায়ে তারা ঘাতক ভাই ও ভাবিকে গ্রেপ্তার করে। পিবিআই জানায়, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।