pressbd24
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারী বর্ষণ : চট্টগ্রামসহ পাহাড়ধস, জলাবদ্ধতার শঙ্কা

অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ দেশের চার বিভাগে টানা ভারী বর্ষণ শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে পাহাড় ও নীচু এলাকায় পাহাড়ধস এবং জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়, যা দিনভর অব্যাহত থাকে।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে সক্রিয় অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রামসহ বরিশাল, খুলনা ও সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দীর্ঘস্থায়ী বৃষ্টিতে পাহাড় ও নীচু এলাকায় দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ‘ চট্টগ্রাম নগরের কিছু জায়গায় রাস্তা উঁচু কিন্তু লিংক রোডগুলো নীচু। এসব জায়গায় ড্রেনগুলো হাজারবার পরিষ্কার করেও লাভ হচ্ছে না। মেয়র স্যারও এ বিষয়টি নিয়ে চিন্তিত। প্রকৌশল বিভাগের মাধ্যমে এ রাস্তাগুলো লেভেলে আনতে হবে। এটা নিয়ে কথাবার্তা চলছে।

আপাতত যেখানে পানি জমার শঙ্কা দেখা দিয়েছে, সেখানকার ড্রেনেজ লাইন পরিষ্কার করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের টিম প্রস্তুত রাখা হয়েছে এবং পানির খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সাদি উর রহিম জাদিদ বলেন, ‘পাহাড়ধসপ্রবণ এলাকায় মাইকিং ও নজরদারি বাড়ানো হয়েছে। গত তিন দিন ধরে জোনভিত্তিক কমিটি করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের দ্রুত দ্রুত সরে নেওয়া হচ্ছে এবং সেই কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।’

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি এলাকায় অপ্রয়োজনে যাতায়াত না করতে এবং বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।