অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন হলের ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া কয়েকটি হলের ফলাফলে বিপুল ব্যবধানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে ফলাফল আসতে শুরু করেছে। তবে এখনো ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায়নি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কার্জন হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম।
এছাড়া জিএস পদে একই প্যানেলের ফরহাদ হোসেন এবং এজিএস পদে মহিউদ্দিন খান এগিয়ে রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

