pressbd24
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্প আতঙ্কে হল থেকে লাফ : ঢাবিতে ২১ শিক্ষার্থী আহত!

অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে।
এ সময় হলগুলোর তলা থেকে লাফিয়ে পড়ে আহত হন কয়েকজন শিক্ষার্থী। অনেকে আহত হন দৌড়ে নামতে গিয়ে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ নিশ্চিত করেন, ঢাবিতে অন্তত ২১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এছাড়া প্যানিক অ্যাটাক, পড়ে যাওয়া ও শ্বাসকষ্টে অসুস্থ হয়েছেন আরও অনেক শিক্ষার্থী।

তিনি জানান, হাজী মুহাম্মদ মুহসীন হলে ৬ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে তিনজন, বিজয় একাত্তর হলে দুজন, সার্জেন্ট জহুরুল হক হলে দুজন, এফ আর হলে দুজন এবং রোকেয়া, শামসুন্নাহার, কুয়েত মৈত্রী, মাস্টারদা সূর্যসেন, ফজলুল হক মুসলিম ও কবি জসিমউদ্দীন হলে একজন করে শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হলে বা বাসায় পাঠানো হয়েছে।

হাজী মুহাম্মদ মুহসিন হলের চার তলা থেকে লাফ দেওয়া শিক্ষার্থী তানজির হোসেন জানান, হঠাৎ ফ্যান অস্বাভাবিকভাবে দুলতে শুরু করলে এবং ছাদ ভেঙে পড়ার অনুভূতি হলে তিনি জীবন বাঁচাতে নিচে লাফ দেন। এতে তার পায়ের হাড় ভেঙে যায়।

একইভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আরাফাত জানান, পলেস্তারা খসে পড়া এবং সিঁড়িতে ধাক্কাধাক্কির কারণে তিনি পড়ে গিয়ে আহত হন।

অন্যদিকে কুয়েত মৈত্রী হলে কয়েকজন ছাত্রী পা মচকে যাওয়া, প্যানিক অ্যাটাক ও অজ্ঞান হয়ে পড়ার মতো পরিস্থিতিতে পড়েন।

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, এখন পর্যন্ত ২০ জন চিকিৎসাধীন। কোনো শিক্ষার্থী চিকিৎসা না নিয়ে থাকলে দ্রুত মেডিকেল সেন্টারে পৌঁছানোর অনুরোধ জানান তিনি।

ফরহাদ বলেন, ডাকসু টিম সকাল থেকেই মেডিকেলে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সহযোগিতা করছেন।

ভূমিকম্পে মুহসীন হলের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হল সংসদের ভিপি সাদিক হোসেন বলেন, ২০১৪ সালে হলটিকে ‘অবাসযোগ্য’ ঘোষণা করা হলেও এক দশকেও কোনো সংস্কার হয়নি। ক্ষুব্ধ শিক্ষার্থীরা কর্মচারীদের আবাসিক ভবন ‘স্বাধীনতা টাওয়ার’-এ অবস্থান নিয়ে কয়েকটি কক্ষ দখল করে নেন। নিরাপদ আবাসন নিশ্চিত না হলে শিক্ষার্থীরা নিজেদের সিদ্ধান্তে নিরাপদ ভবনে উঠে যাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, কোনো ভবন দখল করা সমাধান নয়।

শনিবার বেলা ১১টায় ডাকসু ও হল সংসদ প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে, যেখানে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।